• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরাঞ্চলের ১৬ জেলায় চলছে দ্বিতীয় দিনের ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

  ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩

পুলিশি চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট। আগের দিনের মতো শুক্রবারও রংপুরের বিভিন্ন রুটে মালিক-শ্রমিকরা মালবাহী যান চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে বগুড়ায় মহাসড়কে অবস্থান নিয়েছে মালিক-শ্রমিকরা। বাজারগুলোতে টন টন সবজি থাকলেও পাইকাররা কেনা বন্ধ করে দিয়েছেন।

এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। কোনো কোনো ব্যবসায়ী আবার সবজি কিনে পরিবহন না পেয়ে পড়েছেন বিপাকে। সমস্যা সমাধানে বিকেলে রাজশাহীতে বিভাগীয় কমিশনারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনায় বসার কথা রয়েছে।

ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার থেকে চলছে এ ধর্মঘট কর্মসূচি।

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh