• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেরপুরে বন্যহাতির আক্রমণে আদিবাসীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, শেরপুর

  ০১ ডিসেম্বর ২০১৬, ১২:২৬

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে উত্তম মারাক (৫৫) নামে আদিবাসী কৃষক মারা গেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম মারাক নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের মৃত মদন সাংমার ছেলে।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে একদল বন্যহাতি সন্ধ্যাকুড়া গ্রামে আক্রমণ করে। এ সময় হাতি তাড়াতে গিয়ে উত্তম মারাক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত উত্তমকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠালে রাত সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় উত্তম মারা যান।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh