• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের ৯১ নাগরিককে বিজিপি’র কাছে হস্তান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৬, ১৩:৪৭
ফাইল ছবি

বাংলাদেশে এক বছর কারাভোগের পর মিয়ানমারের ৯১ জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এদিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে তাদেরকে হস্তান্তর করা হয়। এ পতাকা বৈঠকে বিজিবি’র সঙ্গে ছিল বাংলাদেশ পুলিশ ও জেলা প্রশাসকের দায়িত্বরত কর্মকর্তা।

বিজিবির রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান জানান, ২০১৫ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশের সেন্টমার্টিন সীমান্তের জলসীমায় মিয়ানমারের ৯২ জেলে মাছ শিকারের সময় আটক হয়। তাদের মধ্যে বাংলাদেশের কারাগারে ১ জনের মত্যু হয়। বাকি ৯১ জনকে আইনি প্রক্রিয়া শেষে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh