• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে অবাধে চলছে তামাক চাষ

শাফায়েত হোসেন, বান্দরবান

  ৩০ নভেম্বর ২০১৬, ১০:৩৬
ফাইল ছবি

নিয়মনীতির তোয়াক্কা না করেই বান্দরবানের ফসলি জমি, স্কুলের মাঠসহ সাঙ্গু ও মাতামুহুরী নদীর দু’পাড় কেটে অবাধে চলছে তামাক চাষ। এতে ব্যাহত হচ্ছে রবিশস্যের উৎপাদন। তামাক কোম্পানিগুলোর মিথ্যা আশ্বাসে জেলাজুড়ে চলছে তামাকের ভয়াল আগ্রাসন।

ফসলি জমি, স্কুলের মাঠ, মাতামুহুরী নদীর চর, নদীর দু’পাড় ও বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের জমিতে তামাকের বীজতলা তৈরি করে একটি মহল। তামাক কোম্পানিগুলো প্রায় আড়াই হাজার চাষিকে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বীজ, পলিথিন, কীটনাশক, সার ও ঋণ দিয়েছে।

এখন সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীর এবং পাহাড় কেটে চলছে তামাক চাষ। জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িতে তামাকের আবাদ এবারো বেশি। এতে হুমকিতে পরিবেশ।

স্থানীয়রা জানান, দরিদ্রতার সুযোগে বেশি মুনাফার লোভ দেখিয়ে কৃষকদের তামাক চাষে উৎসাহ দিচ্ছে বেশকিছু কোম্পানী। নিরীহ মানুষদেরকে নানা প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন তারা। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন চাষিসহ স্থানীয়রা।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, বিভিন্ন কোম্পানি তামাক চাষে সুযোগ সুবিধা দিলেও জেলায় কমতে শুরু করেছে তামাক চাষ।

পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর তামাক চাষ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।

এফএস /এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh