• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৬ নৌকাবোঝাই রোহিঙ্গা ফেরত পাঠালো বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৬, ১৩:৩৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৪টি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৬ নৌকাবোঝাই রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে উখিয়ার জিরো পয়েন্টে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ পুরুষ, ১৪ নারী এবং ১৩ জন শিশু রয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ওই ছয়টি নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, নাফ নদী দিয়ে অনুপ্রবেশকালে উখিয়ার পালংখালী বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোষ্ট কর্তৃক সীমান্ত থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

এদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার সকালে টেকনাফের নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

তিনি আরো জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

গেলো ৯ অক্টোবর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মিয়ানমারে ৯ সীমান্ত পুলিশ মারা যায়। পরে সেদেশের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় সেনাবাহিনীর অভিযান শুরু হয়। সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে করে রোহিঙ্গারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh