• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে নিহত কলেজশিক্ষকের গায়েবানা জানাজা

আরটিভি অনলাইন রিপোর্ট, ময়মনসিংহ

  ২৮ নভেম্বর ২০১৬, ২১:১৩

ময়মনসিংহে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণে আন্দোলনের সময় পুলিশের হামলার নিহত কলেজশিক্ষক আবুল কালাম আজাদের গায়েবানা জানাজা হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৫টায় উপজেলার জোড়বাড়িয়া ডি কাচারী মাঠে এ জানাজা হয়।
জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এর আগে সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাজীরপুর গ্রামে পুলিশ প্রহরায় আবুল কালাম আজাদের মরদেহ দাফন করা হয়।

জানাজার আগে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি সিদ্দিক।

রোববার দুপুরে ময়মনসিংহে কলেজ জাতীয়করণ দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদসহ দু’জন নিহত হন। তবে ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজীব দাবি করেন, ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যেতে পারেন।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh