• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৬, ১০:০০

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ করছে নির্যাতিত রোহিঙ্গারা। গেলো কয়েকদিনে উখিয়ার কুতুপালং এবং টেকনাফের শামলাপুর ও লেদার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন অন্তত আট হাজার নির্যাতিত রোহিঙ্গা।

এছাড়া উখিয়া-টেকনাফের তিনটি রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতেও রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন।

তবে এসব অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও কাজ করছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।

অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গা জানালেন, মায়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হামলা ও নির্যাতনের কারণে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন হাজারো মুসলমান রোহিঙ্গা । জীবন বাঁচাতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন তারা। মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে মারাত্মক আহত অবস্থায়ও অনুপ্রবেশ করেছেন অনেকে।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh