• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইলিশের বদলে চালও পাচ্ছেন না জেলেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৮, ১৬:১১

ইলিশের প্রজনন সময়ে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ’ কিলোমিটার পর্যন্ত সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ। এসময় খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও এখনো তা না পাওয়ার অভিযোগ করেছে লক্ষ্মীপুরের জেলেরা।

মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনায় ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর এসময় খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেয়ার কথা জেলেদের। কিন্তু ৮ দিন পেরিয়ে গেলেও এখনো খাদ্য সহায়তা পায়নি অধিকাংশ জেলে।

কমলনগরের জেলে আব্দুল্লাহ জানান, জাল বুনে সময় পার করছি আমরা। মাছ ধরা ছাড়া অন্য পেশার কাজ না জানায় অলস হয়ে পড়েছি।

জেলেদের আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন ও ঋণের বোঝা নিয়ে চিন্তিত তারা। মৎস্য বিভাগের হিসেব মতে জেলায় প্রায় ৬৫ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে নিবন্ধিত রয়েছে ৫০ হাজার ২৫২ জন। এদের সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্লাহ আরটিভি অনলাইনকে জানান, ইলিশ প্রজনন সময়ে জেলেরা যে খাদ্য সহায়তা পাওয়ার কথা তা ইতোমধ্যে বণ্টন করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলেদের মাঝে চাল পৌঁছে যাবে।

আরও পড়ুন :

জেএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
আসছে ঈদ, নদীতে মাছ না থাকায় হতাশ জেলেরা 
X
Fresh