• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে নিজেদের উদ্যোগে হলো ২১০ ফুট সেতু

অমিতাভ অপু, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

  ২০ অক্টোবর ২০১৮, ২১:৪১

বছরের পর বছর বিভিন্নজনের কাছে ধরনা দিয়েও সেতু না পাওয়ায় অবশেষে নিজেদের উদ্যোগেই কাঠ-বাঁশের ২১০ ফুট দীর্ঘসেতু নির্মাণ করল এলাকাবাসী।

ঢাকার দোহার উপজেলার বটিয়া গ্রামে পদ্মা নদীর শাখা নদীতে নির্মিত এ সেতু বুধবার আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

নদী পারাপারে ভোগান্তি লাঘব হওয়ায় উৎফুল্ল সুবিধাভোগী পাঁচ গ্রামের কয়েকহাজার মানুষ।

স্থানীয়রা জানান, বিগত ৩০ বছর ধরে এখানে ওখানে একটি স্থায়ী পাকা সেতুর দাবি করে আসছিল বটিয়া ও রাধারনগর গ্রাম সহ পাঁচ গ্রামের মানুষ। সেতু না থাকায় বাধ্য হয়ে নৌকায় পারাপারই ছিল একমাত্র ভরসা। সবচেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। বিভিন্ন পণ্য নিয়ে উপজেলা সদরের বাজারে আসতে যন্ত্রণা ছিল নৈমিত্তিক ঘটনা। রাতে অসুস্থ রোগী নিয়ে উপজেলা সদরের হাসপাতালে আসতে কষ্টের কোনও সীমা ছিল না। যে কারণে দীর্ঘসময় ধরে এখানে একটি সেতুর দাবি ছিল মানুষের মুখে মুখে।