• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

অনলাইন ডেস্ক
  ২৬ জুলাই ২০১৬, ১০:৫১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও করতোয়া নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি বৃদ্ধির ফলে নদ-নদী বেষ্টিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের ১৮২টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে জেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর পয়েন্টে ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় মাচা কিংবা পানির মধ্যে দাড়িয়ে নারী-শিশুসহ বন্যার্ত মানুষের দিন কাটছে। এছাড়া গবাদিপশু নিয়েও বিপাকে রয়েছেন তারা।

এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বেরিবাঁধ ভেঙ্গে চিনিরপটল, পবনতাইড়সহ কয়েকটি গ্রামের প্রায় ছয় হাজার মানুষ পানিবন্দী হয়েছে পড়েছে।

ঘাঘট নদীর গাইবান্ধা শহর রক্ষা বাঁধের গোদারহাট, কুঠিপাড়া পয়েন্টে কিছু অংশ ধসে যাওয়ায় বাঁধটি হুমকির মুখে পড়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh