• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবারে নিহত দুই জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল আত্মসমর্পণ করা নারীদের: সিটিটিসি প্রধান

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৪৪
ছবি-সংগৃহীত

শেখেরচরে আস্তানায় নিহত দুই জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মাধবদী নিলুফা ভিলা থেকে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির।

বুধবার দুপুর আড়াইটার দিকে খাদিজা আক্তার মেঘনা ও মৌ আত্মসমর্পণ করেন।

দুই নারী জঙ্গির আত্মসমর্পণের পর ব্রিফ্রিংয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার শেখেরচরে গর্ডিয়ান নটে নিহত দুইজন এবং আজ আত্মসমর্পণ করা দুইজন, মোট চারজনের মধ্যে তিনজনই রাজধানীর বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এর আগে নিলুফা ভিলায় জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চলছে বলে জানিয়েছিলেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, জঙ্গিদেরও আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছি। দফায় দফায় তাদের নিগোশিয়েশনের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নিগোশিয়েশনে দক্ষ এমন একটি দক্ষ টিম ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে জঙ্গিদের সংলাপে নিয়ে আসা যায়। নানাভাবে অভয় দেয়া হলেও তারা সংলাপে আসছে না। আমরা একটি রক্তপাতহীন অভিযান চালাতে চাই। যখন কোনও উপায়ন্তর থাকবে না, তখনই কেবল অভিযান শুরু হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করার প্রমাণ পেলেই অ্যাকশন’
X
Fresh