• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলন্ত বাসের চাকার নিচে ফেলে যাত্রী হত্যার ঘটনায় সেই চালক গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৭
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় বাস থেকে ফেলে চাকায় পিষ্ট করে রেজাউল করিম রনি নামে এক যাত্রীকে হত্যার মামলায় বাসের চালক দিদারকে কুমিল্লার বালুতোবা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

এর আগে এ মামলায় বাসের সহকারি মানিক সরকারকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে মানিক তার ও চালকের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

গত ২৭ আগস্ট চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভাড়া নিয়ে বাগ বিতণ্ডার এক পর্যায়ে রনিকে মারধর করে বাস থেকে ফেলে দিয়ে চাকার নিচে পিষে হত্যা করে চালক ও তার সহকারি। এর পরদিন নগরীর আকবর শাহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রনির মামা আব্দুর রহমান।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh