• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির চার সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১৯

পাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে।

রোবাবার দিবাগত রাতে র‌্যাব সদস্যরা ওই চারজনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক গ্রামের জিয়াউর রহমান জিয়া (৩৬), একই এলাকার নন্দলালপুর গ্রামের মনিরুল ইসলাম লাদেন (৩৬), শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামের তৌফিকুল ইসলাম (৪৫), একই এলাকার কাইঠ্যাপাড়া গ্রামের মো. সুলাভ সানাউল্লাহ (২২)।

আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে নাচোলের আমলাইন এলাকার একটি পেয়ারা বাগানে গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি উগ্রবাদী বই, ২০টি উগ্রবাদী হ্যান্ডনোট ও লিফলেট এবং একটি ট্যাব উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক চারজন নিজেদেরকে জেএমবির সক্রিয় সদস্য এবং সংগঠনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন :

আরসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh