• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সূর্য্যদী গণহত্যা দিবস আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ নভেম্বর ২০১৬, ১১:৫১

শেরপুরের সূর্য্যদী গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্য্যদী গ্রামে এক মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে পাক হানাদার বাহিনী।

সে সঙ্গে আগুন ধরিয়ে দেয় গ্রামের কয়েকটি পাড়ায়। এতে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দু’শ ঘরবাড়ি। আর এ কাজে তাদের সহায়তা করে স্থানীয় রাজাকাররা।

কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পরও সূর্য্যদী গণহত্যার শহীদদের স্মরণে কোন স্মৃতিস্তম্ভ বা শহীদদের কবর চিহ্নিত করা হয়নি।

শেরপুরের ডাক্তার হেফজুল বারী খান ব্যক্তি উদ্যোগে সেদিনের ঘটনায় শহীদ মুক্তিযোদ্ধা আফসার আলীর বাড়িতে তাঁর স্মরণে ‘শহীদ আফসার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স’নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছেন।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh