• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বেপরোয়া গতির বাসের চাপায় দুই ছাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

  ১৩ অক্টোবর ২০১৮, ১৭:১৪

রাজবাড়ীর দৌলতদিয়ায় স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় দুই ছাত্রী নিহত হয়েছেন।

শনিবার দুপুর দুইটার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দৌলতদিয়ার উম্বার কাজীর পাড়া গ্রামের জামাল সেখের মেয়ে জাকিয়া খাতুন প্রিয়া (১৫) ও যদু ফকিরের পাড়া গ্রামের সালাম মণ্ডলের মেয়ে চাঁদনী (১৫)। তারা দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

ঘটনার পরপরই ওই স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুইটি স্পিড ব্রেকারের দাবিতে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে ২৫ গাড়ি ভাংচুর ও গোল্ডেন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফি জানান, দুপুর দুইটার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা গোল্ডেন পরিবহনের একটি বাসের নিচে চাপা পরে দুই ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

ঘাতক বাস ও চালককে আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh