• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্র আসছিল ঢাকায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৭ অক্টোবর ২০১৮, ০৮:৩৩

রাজশাহী মহানগরীর আহমদপুর সপুরা এলাকায় ৬টি বিদেশী পিস্তল ও ৭৫ রাউন্ড গুলিসহ আন্তর্জাতিক এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকায় পাঠানো হচ্ছিল।

শনিবার রাত সোয়া ৯টায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আলামিনের পুত্র।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল আলম জানান, মহানগরীর আহমদনগর এলাকার গার্ডেন ভিউ নামের এক বাড়িতে ইমরানের আত্মীয় ভাড়া থাকতেন। সন্ধ্যার পর তিনি অস্ত্রের প্যাকেট নিয়ে এখানে আসেন। র‌্যাব খবর পেয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, ভারত থেকে দুটি হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো হাতে পায়। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল ইমরানের। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না ফেরদৌস-মৌসুমী
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
X
Fresh