• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়ন নিয়ে দেয়ার কথা বলে মন্ত্রী-এমপিদের কাছ থেকে টাকা নিলেন তিনি

রাজশাহী প্রতিনিধি

  ০৬ অক্টোবর ২০১৮, ১৫:৪২

রাজশাহীর দুর্গাপুর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব, এপিএসসহ বিভিন্ন পরিচয় দিয়ে আগামী নির্বাচনে মনোনয়ন ও চাকরি দেয়ার নামে অস্ত্রধারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার ভোরে তাকে দূর্গাপুর উপজেলার বেলঘরিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক সাজ্জাদ আলী ওই উপজেলার ইদ্রিস আলীর ছেলে।

পরে আজ দুপুরে তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে উপস্থিত সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এসময় র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত প্রতারক দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সচিব, এপিএস ও এক মন্ত্রীর পরিচয় দিয়ে জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে দিবে বলে প্রায় ২০ জন এমপি-মন্ত্রীসহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর কাছে থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে।

এছাড়াও রেলওয়ে ও পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরি নিয়ে দেয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছে থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব তথ্যের ভিত্তিতে আজ ভোরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাব।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
X
Fresh