• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মীরসরাইয়ের আস্তানা থেকে ২ জঙ্গির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

  ০৫ অক্টোবর ২০১৮, ১১:৫৫

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান চালানো চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের ‘চৌধুরী ম্যানশন’ থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া জঙ্গি আস্তানা থেকে একটি একে-২২, তিনটি পিস্তল, পাঁচটি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আরটিভি অনলাইনেক এই তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে মরদেহগুলো বের করে আনা হয়।

মুফতি মাহমুদ খান আরও জানান, অভিযান শেষে বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত তিনটা থেকে চট্টগ্রাম মহাসড়কের পূর্বপার্শ্বের চৌধুরী ম্যানশন ঘিরে রাখে র‌্যাব। এরপর ভোরে অভিযান চালানো হয়।

ভোর চারটার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ভেতর থেকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাড়ির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। রাত ৪টার দিকে বাড়ির ভেতরে বিকট শব্দে তিন-চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ছাদের একটি বড় অংশ উড়ে ৩০ গজ দূরে পরে। গুলি ও বোমার আঘাতে বাড়িটির জানালার কাচ ভেঙে গেছে।

রাতেই বাড়ির মালিক মাজহার চৌধুরী এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে হেফাজতে নেয়ার কথাও জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

আরও পড়ুন :

জেবি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
X
Fresh