• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাঁওতাল পল্লিতে হামলায় গ্রেপ্তার আরো ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২৩ নভেম্বর ২০১৬, ১১:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাঁওতালদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সাঁওতালদের করা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২০ জনে।

বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মিনহাজ রহমান(৩০), জমিলাপুর গ্রামের মোঃ মোকছেদ আলীর ছেলে মুরাদ মিয়া(২৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে মোঃ শাহ আলম নাদু (৫৫)।

গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতাল বসতিতে হামালা, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যার ঘটনায় ১৬ নভেম্বর রাতে সাঁওতালদের পক্ষ থেকে মামলা করা হয়। অজ্ঞাতনামা ৬ শ’ জনকে আসামি করে স্বপন মুরমু নামে এক আদিবাসি বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh