• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মীরসরাইয়ের জোরারগঞ্জে জঙ্গি আস্তানা

বিস্ফোরণে ছাদের একটি বড় অংশ উড়ে গেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৮, ১১:৩৬

মীরসরাইয়ের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাত্র ১০ গজ দূরে ‘চৌধুরী ম্যানসন’ নামের বাড়িটি। ঢাকা-চট্টগ্রাম রেলপথও বেশি দূরে নয়। ওই বাড়িতে এক নারী জঙ্গিসহ জেএমবির চার সদস্য অবস্থান করছিল। এখবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব।

অভিযানের শুরুতে রাত সাড়ে ৩টার দিকে প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয়। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। রাত ৪টার দিকে বাড়ির ভেতরে বিকট শব্দে তিন-চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ছাদের একটি বড় অংশ উড়ে ৩০ গজ দূরে পরে। গুলি ও বোমার আঘাতে বাড়িটির জানালার কাচ ভেঙে গেছে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, রাত সাড়ে ৩টার দিকে প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয়। তখন থেকেই ভেতর থেকে গুলি ছোড়া হয়। কয়েকটি বিস্ফোরণও ঘটায়।

সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র জমা না নিয়েই গত ২৯ সেপ্টেম্বর বাড়িটি ভাড়া দেন জঙ্গিরা। এলকার মানুষ তা জানতেন না। তাদের ধারণ ছিল না এখানে ‘জঙ্গিরা আস্তানা’ গড়ে তোলা হচ্ছে।