• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোটা বাতিলের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৪ অক্টোবর ২০১৮, ১৩:২২

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত সংগঠনের প্রায় ৩০ জন সদস্য মহাসড়ক অবরোধ করেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে। তাদের সেই সম্মান রক্ষার্থে কোটা সুবিধা চালু হয়েছিল। কিন্তু আজ আমাদেরকে সেই কোটার দাবি নিয়ে আবার মাঠে নামতে হচ্ছে এটা অনেক লজ্জার। আমরা সরকারি চাকরিতে কোটা বহাল চাই।

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন বিপ্লব বলেন, আমরা সরকারি চাকরিতে কোটা বহাল চাই।