• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৬

পাবনা প্রতিনিধি

  ০৪ অক্টোবর ২০১৮, ১২:২৬

পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বেলুন বিক্রেতা বাপ্পী হোসেন (৩২), ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দেশব্যাপী জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলার একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফুলাচ্ছিলেন এক বিক্রেতা। বেলুন ফুলানোর সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত ছয়জন আহত হন।

এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh