• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খতনার সময় শিশুর মৃত্যু, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট

  ০৩ অক্টোবর ২০১৮, ১২:৪৩

সিলেটের বিশ্বনাথে খতনা দিতে গিয়ে গ্রাম্য ডাক্তারের দেয়া ইনজেকশনে ২০ মাস বয়সী শিশু তানভীর আহমদ নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নিহত শিশুর মা লিলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় এই মামলা করেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে প্যারামেডিকেলের চিকিৎসক এম এ রহিম ওরফে জয়নালকে (৫৫)।

তিনি বিশ্বনাথ উপজেলার বাওনপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে ও উপজেলা সদরের কলেজ রোডস্থ রহিম মেডিকেল সেন্টারের (ফার্মেসি) মালিক। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন।

জানা যায়, প্রস্রাবে সমস্যা দেখা দেয়ায় খতনা দিতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিলা মাওনপুর গ্রামের শিশু তানভীর আহমদকে নিয়ে তার মা গেল ২৭ সেপ্টেম্বর বিকেলে রহিম মেডিকেল সেন্টারে (ফার্মেসি) আসেন।

এসময় রহিম মেডিকেল সেন্টারের চিকিৎসক এম এ রহিম খতনা করতে তানভীর আহমদের অণ্ডকোষে ইনজেকশন দেয়ার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।

এরপর তানভীরের মা ও সঙ্গে থাকা স্বজনেরা তাকে দ্রুত সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত বলে জানান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পরুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh