• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গোপালগঞ্জে চালু হচ্ছে স্বপ্নের রেল

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০১ অক্টোবর ২০১৮, ১৬:৪২

অবশেষে চালু হতে যাচ্ছে গোপালগঞ্জসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের রেল। এক হাজার দুইশ’ ৫৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার দীর্ঘ এ রেললাইনটির নির্মাণ কাজ শেষ। মধুমতি নদীর উপর একটি রেল সেতু, ছয়টি রেলস্টেশন, ৪৩টি কালভার্ট নিয়ে তৈরি রেলপথ উদ্বোধনের পর গোপালগঞ্জ থেকে রাজশাহী সরাসরি মেইল ট্রেন চলাচল করবে।

২০১৫ সালের নির্মাণ কাজ শুরু হবার পর এ বছরের সেপ্টেম্বরে শেষ হয় রেলপথের কাজ। ইতোমধ্যে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে চর বয়রা পর্যন্ত নতুন নির্মিত লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। জেলা প্রশাসক বলছেন, এ রেলপথের কারণে জেলার মানুষের জীবনমান এগিয়ে যাবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান সরকার আরও জানান, রেলপথ চালুর খবর গোপালগঞ্জবাসীকে খুবই উজ্জীবিত করেছে।

গোপালগঞ্জের কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গীপাড়া, বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাটসহ আশপাশের এলাকার মানুষ এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh