• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইল প্রেসক্লাবে ছাত্তার শপিংমলে আগুন, ৩ কোটি টাকার ক্ষতির দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৪
ছবি-সংগৃহীত

টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ছাত্তার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দুই ঘণ্ট চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় ছাত্তার শপিং মলটি তালাবদ্ধ ছিল।

জানা যায়, শপিং মলের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়। ধোয়ার গ্যাসের কারণে শপিং মলের গ্লাস ভেঙে পড়তে থাকে। পরে খবর পেয়ে টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাসাইল উপজেলা ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ছাত্তার শপিং মলের ম্যানেজার শাহিন জানান, শপিং মল রাতে তালা দিয়ে সবাই চলে যায়। সকালে ৯টার দিকে শপিং মল খোলার আগেই জানতে পারলাম আগুনের কথা। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি তবে অন্তত ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র আয় ১২৬ কোটি টাকা
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
নাজুক ট্রাফিক ব্যবস্থায় বছরে ৫৫ হাজার কোটি টাকার বেশি ক্ষতি (ভিডিও)
X
Fresh