• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে ২৫ দোকান পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩

ফরিদপুর সদর উপজেলায় ২৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের কোটি উপরে ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়েদ তালুকদার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বাজারের বড় বড় গোডাওনসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এসময় বাজারে থাকা স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের অফিসার মো. সাইফুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, এখনও ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh