• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় আগুন, দগ্ধ ৪

সাভার প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২

সাভারে একটি অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নাছরিন অটো মোবাইল কারখানায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ শ্রমিকরা হলেন আলী আহমদ(২০), আতাউল মিয়া (২৫), আতোয়ার মিয়া (২৮) ও আমিনুল ইসলাম (২৮)।

শ্রমিকরা জানান, যাদুরচর এলাকার ওই অবৈধ পোড়া মবিল কারখানায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে আসছিল প্রায় ২০ জন শ্রমিক। বৃহস্পতিবার রাতে কাজ করার সময় কারখানার পাশের রান্নাঘর থেকে গ্যাস লাইনের আগুন লাগে কারখানার একটি মেশিনে। এসময় চারজন শ্রমিক দগ্ধসহ আহত হন অন্তত ১০ জন।

এসময় কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানার মালিক সিরাজ বলেন, সবাইকে ম্যানেজ করেই কারখানাটি গড়ে তুলেছেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেলে তদন্ত করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
X
Fresh