• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ২১ নভেম্বর ২০১৬, ১৯:৩০

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক নারীকে উপজাতিদের দ্বারা ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সোমবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী ও ধর্ষকদের বিচারের দাবিতে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে সবাই ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ধর্ষণে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানিকছড়ি থানার ওসি মোঃ আব্দুর রকিব জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গেলো ১৭ নভেম্বর মানিকছড়ি কুমারীপাড়ায় গভীর রাতে মুখোশ পড়া একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে এক নারীকে তুলে নিয়ে পাশের জঙ্গলে গণধর্ষণ করে।

পরদিন তিনি ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে মানিকছড়ি থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh