• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ

আরটিভি অনলাইন রিপোর্ট, লক্ষ্মীপুর

  ২১ নভেম্বর ২০১৬, ১৯:২৬

লক্ষ্মীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিদিন ২০-২৫ জন রোগী ভর্তি হচ্ছেন আক্রান্ত হয়ে।

গেলো ১৫ দিনে হাসপাতালে গেছেন অন্তত ১ হাজার রোগী যাদের বেশিরভাগই শিশু। একই অবস্থা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও।

শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালগুলোর প্রতি বেডে ২ থেকে ৩ জন, এমনকি ফ্লোরেও রোগী রাখা হচ্ছে।

রোগীদের অভিযোগ করলেন, পরিস্থিতি অনেক খারাপ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা সাধ্য মতো সেবা দেয়ার চেষ্টা করছেন। আতংকিত না হয়ে রোগীদের বেশি করে স্যালাইন, বিশুদ্ধ পানি এবং বাসায় তৈরি খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh