• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাসিরনগরে সিসি ক্যামেরা

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ২১ নভেম্বর ২০১৬, ১৮:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নিরাপত্তা জোরদারে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সব রাস্তা ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামে এ ক্যামেরার লাগানো হচ্ছে।

জেলা পুলিশের উদ্যোগে এরইমধ্যে ২০টির মতো ক্যামেরা লাগানো হয়েছে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরগুলো লাগানো হচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, বিভিন্ন ইউনিয়নের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ২০টির মতো ক্যামেরা লাগানো হয়েছে।

গেলো ৩০ অক্টোবর ধর্মীয় অবমাননাকর ছবি পোষ্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা সদর ও হরিপুর ইউনিয়নের হরিণবেড় এলাকার হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙ্গচুর করা হয়। হামলা হয় ১৩টি মন্দিরেও। পরবর্তীতে বিচ্ছিন্নভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও জাল রাখার ঘরে আগুন দেয়া হয়। হামলার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ শ’সদস্য মোতায়েন রয়েছে নাসিরনগরে। এদিকে বাড়িঘরে হামলাকারীদের ধরতে জেলা পুলিশ ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে। নাসিরনগরে ২৭টি সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh