• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

স্কুলছাত্রী হত্যা: দুবাই থেকে ধরে আনা হলো আসামিকে

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্রী মোনালিসা আক্তার হত্যা মামলার আসামী আবু সাঈদকে (২২) সংযুক্ত আরব আমিরাত থেকে ইন্টারপোলের মাধ্যমে আটকের পর দেশে আনা হয়েছে।

রোববার দুপুরে ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবু সাঈদকে দীর্ঘ ৮ মাস পর দেশে আনা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আবু সাঈদ ফতুল্লা পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকার ইকবাল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, গেল ১৭ সেপ্টেম্বর ইন্টারপোলের মাধ্যমে আসামি আবু সাঈদকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। পরে সকল প্রক্রিয়া শেষে রোববার তাকে দেশে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে আবু সাঈদ বিয়ে করার জন্য দুবাই থেকে বাংলাদেশে আসেন। পরে পাশের বাড়ির স্কুলছাত্রী মোনালিসাকে বিয়ের প্রস্তাব দেয় সাঈদের পরিবার। কিন্তু মেয়ের বয়স অল্প হওয়ায় সাঈদের প্রস্তাবে রাজি হননি মোনালিসার পরিবার। পরে সাঈদ পাশের এলাকার ইভা নামে এক মেয়েকে বিয়ে করে। কিন্তু ২ ফেব্রুয়ারি একা বাড়ি পেয়ে মোনালিসাকে ধর্ষণের পর হত্যা করে। ঘটনা আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে দেয়। পরে পুলিশ ওই পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকা নিজ বাড়ি থেকে মোনালিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আবু সাঈদ দুবাই পালিয়ে যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আসামি ছিনতাই
রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
X
Fresh