• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, মালিক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, পাবনা

  ২১ নভেম্বর ২০১৬, ১৭:৪০

পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পয়েছে পুলিশ। এ সময় ওই কারখানা থেকে দু’টি রিভলবার, লেদ মেশিন, অর্ধশত রিভলবার তৈরির সরঞ্জামাদিসহ কারখানার মালিক রেজাউল করিমকে (৩৮) আটক করা হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক রেজাউল হিমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। তিনি পেশাদার অস্ত্র প্রস্তুতকারক ও ব্যবসায়ী।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বিকেল ৩টায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম গাফুরিয়াবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় রেজাউল করিমের কারখানায় হানা দিয়ে তাকে অস্ত্র ও রিভলবার তৈরির সরঞ্জামাদিসহ আটক করা হয়। রেজাউল করিম পেশায় একজন লেদ মেকার। এইচএসসি পাসের পর তিনি ২০০৮ সালে মালয়েশিয়া যায়। সেখানে ২ বছর থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকেই তিনি এ অপকর্মে লিপ্ত হয়।

তিনি আরো জানান, তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হবে। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা বা কাদের কাছে সে অস্ত্র বিক্রি করতো সেসব বিষয়ে জানার চেষ্টা করা হবে।

এদিকে এই অস্ত্র কারখানার সঙ্গে কোন জঙ্গি কানেকশন আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ, জানান পুলিশ সুপার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh