• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রেমের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ছবি, পরে মোটা অংকের টাকা দাবি

নওগাঁ সংবাদদাতা

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ছবি তোলে। এরপর মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক। এমন চক্রের চার নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোসা. শান্তা খাতুন (৩০), মোসা. নিপা খাতুন (৩২) ও মোসা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোসা. রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের হারুন মণ্ডল (৩৬), মো. আরিফ হোসেন (২৫), নুর ইসলাম নোবেল (২০) এবং মো. আশিক (১৯)।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়ার এলাকার লোককে প্রেমের ফাঁদে ফেলে এই চক্রের এক নারী। এরপর ওই লোকটিকে ওই বাসায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ছবি তুলে। এরপর ৮০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়। এরপর ওই লোকটির লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ টাকা দেয়ার জন্যে সাদা পোশাকে গিয়ে সদরের পার-নওগাঁর দক্ষিণপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।