• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

পাবনা প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০০

পাবনার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন দেলোয়ার হোসেন(৩৮), আব্দুস সোবহান (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস মুন্সী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও আওয়ামী লীগ নেতা আওয়াল কবীর জয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে বৃহস্পতিবার রাতে উভয় গ্রুপের সমর্থকরা প্রথমে ধাওয়া পাল্টা-ধাওয়া ও পরে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ছাত্রলীগের ৪ কর্মী গুলিবিদ্ধ
X
Fresh