• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় চারটি তাজা পেট্রোল বোমা উদ্ধার

বরগুনা প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯

বরগুনা সদর উপজেলা থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ী কালভার্ট এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এসময় ১০টি লাঠিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ী এলাকায় ৩-৪টি বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিবাড়ী কালভার্টের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরা চারটি তাজা পেট্রোল বোমা, বিস্ফোরিত বোমার কাঁচের বোতল এবং কাঠের তৈরি ১০টি লাঠি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কালিবাড়ী এলাকা থেকে চারটি পেট্রোল বোমা, ১০টি লাঠি এবং বিস্ফোরিত বোমার দুটি বোতলের অংশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh