• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে পাহাড়ি ঢলে আমন ধানের ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি দ্রুত কমছে। তবে পাহাড়ি ঢলের কারণে পানির প্রবাহে টানা দুই সপ্তাহ ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফা বন্যায় জেলার নদ-নদী তীরের নিচু এলাকার ফসল নিমজ্জিত হয়। বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবারের বন্যায় জেলার নয়টি উপজেলায় চার হাজার চারশ’ হেক্টর আমন ক্ষেতের ফসল নিমজ্জিত হয়। তন্মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আমনসহ সবজি ক্ষেত।

চলতি বছর কৃষি সম্প্রসারণ বিভাগ জেলায় এক লাখ ১৫ হাজার দুইশ’ ৭৩ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে, ধরলা নদীর পানি ব্রিজ সংলগ্ন স্থানে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে অনেক কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।