• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় সড়কে গেল ৩ প্রাণ

আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৫

কুমিল্লায় ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় পৌঁছলে এক গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোনও এক সময়ে গাড়ি থেকে পড়ে নিহত হন ওই ব্যক্তি।

অন্যদিকে নড়াইলে বাসচাপায় মো. আকাশ (২৩) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লক্ষিপাশা সড়কের মালিবাগ নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : পটুয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-------------------------------------------------------

জানা গেছে, নড়াইল সদর হাসপাতাল মার্কেটের মোবাইল প্লাজা নামক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন আকাশ। সকালে একটি মোটরসাইকেলে করে মোবাইল দেয়ার জন্য কালিয়া যাওয়ার পথে নড়াইল-লক্ষিপাশা সড়কের মালিবাগ নামকস্থানে একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বাস চাপায় আশিক নামে এক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা গলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
X
Fresh