• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নাব্য সংকটে আজও কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ব্যাহত ফেরি চলাচল

মাদারীপুর প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬

নাব্য সংকটের কারণে আজ বৃহস্পতিবার ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। ২১টি ফেরির মধ্যে সকাল থেকে চলাচল করছে ৫টি ফেরি। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে।

ফেরি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন।

এদিকে ডুবোচরে আটকা পড়া ফেরিটিকে ১০ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, একদিকে মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে দেখা দিয়েছে নাব্য সংকট। অন্যদিকে বিকল্প চ্যানেল ব্যবহার করে ফেরি চলাচল করায় পদ্মায় তীব্র স্রোতের মুখে পড়ছে ফেরিগুলো। এজন্য ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুণ।