• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে খাদ্যের অভাব নেই: ত্রাণমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণভাণ্ডারে খাদ্যের কোনও অভাব নেই। আপনাদের (ক্ষতিগ্রস্ত) যা প্রয়োজন তাই দেয়া হবে। তবে যেনো স্বজনপ্রীতি না হয়।

মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে নদী ভাঙন কবলিত ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মায়া বলেন, নদী ভাঙন কবলিত এলাকার মানুষ যাতে কোনও কষ্ট না পায় এজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যারা এ এলাকায় তদারকির দায়িত্বে থাকবেন তারা ঠিকমত বণ্টন করবেন। তাহলে কোন কষ্ট থাকবে না।

এসময় মন্ত্রী নড়িয়ায় নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি ভিত্তিতে দুই কোটি টাকা নগদ সহায়তার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ হাজার বান্ডিল টিন, চার হাজার প্যাকেট শুকনো খাবার এবং আগামী চার মাস পর্যন্ত প্রতি মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দেন।

জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল অব শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মো. হাশিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামূল হক শামীম।

এসভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অধ্যক্ষ সুলতান মাহমুদ সীমন, পুলিশ সুপার আবদুল মোমেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান,

এরআগে মন্ত্রী শরীয়তপুরের নড়িয়া উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা মুলফৎগঞ্জ, কেদারপুর, চরজুজিরা, পাচগাও, শুভগ্রাম, বাঁশতলা, মোক্তারেরচরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ 
পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
পদ্মায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছেলেসহ প্রকৌশলী নিখোঁজ
X
Fresh