• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট

রংপুর প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়নের প্রতিবাদে রংপুর জেলায় আজ মঙ্গলবারও আন্তঃজেলা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে রেখেছেন চালক-শ্রমিকরা। অঘোষিত বাস ধর্মঘটের ফলে রংপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে আন্তঃজেলা রুটে শুধু সরকারি পরিবহন বিআরটিসি ও দূরপাল্লার সকল বাস চলাচল করছে। এদিকে কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রংপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন।

অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়েও বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বিকল্প পথে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, সকল পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস, গুরুত্ব
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 
বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
পাকিস্তানের দাবি আদায়ে বিলম্বের প্রতিবাদে গিলগিটে অবস্থান ধর্মঘট অব্যাহত
X
Fresh