• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে পৌর কাউন্সিলর হত্যায় চারজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩

মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত চারজনের মধ্যে আকালি মিয়া ও আব্দুল হালিমকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজন লাল্টু মিয়া ও মাসুদ রানা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের এক এপ্রিল রাতে মেহেরপুর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন।

চিকিৎসাধীন অবস্থায় আট এপ্রিল ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তৎকালীন পৌর মেয়রের নামে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রকে বাদ দেন। নারাজি দিলে পরবর্তীতে সিআইডি তদন্ত করে একই রকম চার্জশিট প্রদান করেন।

পরে আজ দণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
X
Fresh