• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে শিবিরের ২৩ নেতাকর্মী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা ও বাকিলয়া থানা এলাকা থেকে ছাত্রশিবিরের থানা সভাপতি-সেক্রেটারিসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. জহির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ডবলমুরিং থানা ছাত্র শিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারি তৌহিদুল মিনহাজ এবং ছয়জন সাথী ও সমর্থক পর্যায়ের নেতাকর্মী আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝর্ণাপাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে উসকানিমূলক লিফলেট পাওয়া গেছে।
এছাড়া নগরীর পতেঙ্গায় নুর মোহাম্মদ নামে ছাত্রশিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। তবে তার পদবি এখনও পাওয়া যায়নি।

এদিকে নগরীর বাকলিয়া থানা পুলিশ রসুলবাগ ও কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের কাছ থেকে উসকানিমূলক লিফলেট ও বই পাওয়া গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
X
Fresh