• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

পটুয়াখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে এক হাজার তিনশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে এক হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পূর্ব বাহেরচর গ্রামের লালন মাতুব্বরের স্ত্রী মাহিনুর বেগম (৩৫) ও তার ছেলে হাসান রাব্বি (১৮)।

এরা ঢাকা-রাঙ্গাবালী রুটে লঞ্চে এসে কোড়ালিয়া লঞ্চঘাটে নামে এবং এ পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

অপরদিকে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের উত্তর লোহালিয়া গ্রাম থেকে লাইলী বেগম (৪০) নামে এক মহিলাকে তিনশ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওই গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের বাড়ির ঘরের মধ্যে মাটির নিচ থেকে এ ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাইলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এ চক্রের একজন সক্রিয় সদস্য।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৪৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদককারবারি গ্রেপ্তার
X
Fresh