• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে প্রাণ হারালেন মা-ছেলে

গাজীপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া বকুলতলা গ্রামের শ্রমিকলীগ নেতা জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কালুয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তার ছেলে সেলিম মিয়া (২০)। মা ও ছেলে দুজনেই স্থানীয় নাকিব স্পিনিং কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আরটিভি অনলাইনকে জানান, নিহত মা সেলিনা আক্তার ও ছেলে সেলিম মিয়া স্থানীয় নাকিব স্পিনিং মিলের শ্রমিক।

তারা পুরো পরিবার নিয়ে স্থানীয় জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত সেলিনার স্বামী আনোয়ার হোসেন ইজিবাইক চালাতেন।

বৃহস্পতিবার ভোরে ইজিবাইকে দেয়া চার্জার খোলার সময় ছেলে সেলিম মিয়া প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় ছেলের চিৎকারে তার মা সেলিনা আক্তার তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্বজনদের কোনও অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান এসআই মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh