• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লালমনিরহাটে নতুন নতুন এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮
ফাইল ছবি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে আজ বুধবার সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে উজানের ঢল অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

এর আগে সোমবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং মঙ্গলবার সকালে বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তবে আজ বুধবার সকাল থেকে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান।