• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে নানা অপকর্মে জড়িত বনবিভাগের কর্মচারীরা

সোহাগ মোল্লা, মোংলা

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ফুয়েল জেটিতে থাকা `বাঘ রক্ষী-১’ নামে নিজস্ব লঞ্চ ও রেস্টহাউজে নারীদের দিয়ে দেহ ব্যবসার ঘটনা ফাঁস হয়েছে।

দীর্ঘদিন ধরে চলে আসা এ ব্যবসায় খোদ বনবিভাগের কর্মচারীরা জড়িত থাকায় ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্তাব্যক্তিরা। কর্মচারীদের চাকরি বাঁচাতে দায়সারা তদন্ত করছেন বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এক বি এম (বোটম্যান) জানান, সম্প্রতি ‘বাঘ রক্ষী-১’ নামে বনবিভাগের নিজস্ব লঞ্চে লস্কর মো. চাঁন মিয়া চান্দু, বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) স্পিডবোট ড্রাইভার মনিরুজ্জামান বদি, ফুয়েল জেটি রেস্টহাউজের অফিস সহকারী আনোয়ার হোসেন, আরেক বোটের ড্রাইভার আবু ইউসুফ তপু ও খুলনার পাইগাছা উপজেলার এক মেয়েকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে গণধোলাই দেয়।

এদিকে ওই বোটম্যানেরই দেয়া খবরে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়।