• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোংলা বন্দরে লাইটার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ তিন

মোংলা প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪

বাগেরহাটের মোংলা বন্দরে লাইটার জাহাজ এম, ভি নাসির জাহানের ধাক্কায় এফ, বি স্বাধীন নামের একটি ট্রলার ডুবে তিন জেলে নিখোঁজ হয়েছেন। তারা বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

সোমবার (১০ সেপ্টেম্বর ২০১৮) ভোরে বন্দরের ফেয়ারওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার শিকার নয় জেলেকে উদ্ধার করা গেলেও এই তিনজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশ নৌ বাহিনীর ‘তুরাগ’, ‘মেঘনা’ ও ‘দূর্গম’ নামের তিনটি যুদ্ধ জাহাজ এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন নৌ বাহিনীর মোংলা ঘাটির মিডিয়া উইং ফরিদ আহম্মেদ।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. হানিফ(৪০), মো. আবুল কালাম(৪২), মো. জাকির হোসেন(৪৭), মো. সুজন(২৮), মো. বন্যভেল(২৮), মো. মুসা(২২), মো. জাকারিয়া(১৬), মো. কবির(৪২) এবং মো. মনির(২০)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।