• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাফারি পার্কে প্রথমবারের মতো সাদা বাঘের বাচ্চা

মো. পলাশ প্রধান, গাজীপুর

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাঘের মিনি বেষ্টনীতে সারাক্ষণ দুষ্টুমিতে মেতে রয়েছে সদ্য জন্ম নেয়া এক মাস বয়সী তিনটি বাঘ শাবক। এদের মধ্যে একটি সাদা বাঘ শাবকের জন্ম হওয়ায় পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের অন্যরকম উৎসাহ লক্ষ্য করা গেছে।

দেখা যায়, তারা কখনও মায়ের উপরে উঠছে, আবার কখনও ছোট্ট গলায় বাঘের গর্জনের চেষ্টা করছে। তবে মা বাঘটি বাচ্চাদের অত্যাচারে অতিষ্ঠ না হয়ে তাদের কাছে টেনে নিয়ে মাঝে মধ্যে শরীরে জিহ্বার আঁচড় টেনে দিয়ে আদর করছে।

এভাবেই সারাক্ষণ ধরে চলে মা ও তার শাবকদের খুনসুটি। এই পার্কের সাফারি জোনে দ্বিতীয়বারের মতো একটি মা বাঘিনী গত আট আগস্ট তিনটি শাবকের জন্ম দেয়। তিনটি শাবকের মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। এর আগে ২০১৭ সালে এই মা বাঘিনীটি আরও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সব মিলিয়ে সাফারি পার্কে এখন মোট বাঘের সংখ্যা ১২টিতে পৌঁছেছে।