• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১

টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নের সৈকত উপকূল থেকে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার কোটি টাকা।

সোমবার অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করো সম্ভব হয়নি।

জানা যায়, আজ বেলা পৌনে ১২টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে আসলে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে যাত্রীবিহীন সিটের নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

২ বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী এই ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
------------------------------------------------------------------
আরও পড়ুন : টেকনাফে ২৭ কোটি টাকার ইয়াবা জব্দ
------------------------------------------------------------------

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। এসময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবাগুলোকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh