• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বনাথে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বিশ্বনাথ সংবাদদাতা

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীর নাম রাজু আহমেদ (৩২)। তিনি ওই গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বাইশঘর গ্রামের নিজ বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি লোহার তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রাজুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় চারটি, দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ থানায় একটি করে ছিনতাই ও ডাকাতি মামলার পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে রাজু পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
X
Fresh